কাঁটাতার দিয়ে বিচ্ছিন্ন
কিছুটা ভুখণ্ড আর ভাষণ নিয়ে তৈরি
বৃহত কারাগারস্বরূপ উপস্থিতিই বানায়না কোন দেশ।
একাত্ম হওয়ার বিশ্বাসে,
পার্থক্যের চেয়েও বেশি সাদৃশ্য মেনে নেওয়ার আশ্বাসে
বহুপথ ঘুরে সেসে পারস্পরিক চাহিদায়
সঙ্কট-বিপ্লব-বিপর্যয় উত্তরণের ভরসায়
দুরদর্শী কোন সমাজচিন্তায়
একটু একটু গড়ে ওঠা স্বত্তাই
মুর্ত হয়ে ওঠে দেশ রূপ নিয়ে।
তবু দেশ বারবার হয়ে ওঠে
স্বার্থান্বেষণের অস্ত্র,
উন্মক্তের মস্তি,
আত্মপ্রতারণার বিলাস
আর সব হারানোর দীর্ঘশ্বাস।
তবু থাকে কিছু আশা
কিছু কিছু প্রবোধ
আর অনেকখানি প্রত্যয়
হয়তো অনেক খানি পথ চলে
একদিন স্বপ্নভূমি পেয়ে যাওয়ার।