কিছুটা ফুরিয়েছি অস্বীকৃতিতে,
কিছুটা ফুরিয়েছি প্রত্যাশায়।
কিছুটা ফুরিয়েছি নিষ্পেষণে,
কিছুটা ফুরিয়েছি হতাশায়।
যখন তখন উথলে উঠত পাপ,
কোনকিছুই আর মনে হত না অসম্ভব।
সবকিছু এলোমেলো হয়ে গিয়ে
কোথায় গিয়ে থামত? কে জানে
হৃদরোগের আতঙ্ক যেমন ধূমপান ছাড়ায়
তেমনই খসে গিয়েছিল অভিমান, অহং, কামনা
এমনকি ছোট্ট চাওয়া পাওয়াটুকও
আজরাইলের অন্য কোথাও appoinment ছিল বলে
এখনো key-board ঠুকরে যাই আমি।