কোন উক্তির কোন প্রসঙ্গ, কিছুতেই শুনব না।
বোহেমিয়ান গ্রোভ নিয়ে বললে কিছুতেই মানব না।
চার্লি উইলসনের ক ভূমিকা কিছুতেই দেখব না।
সন্ত্রাসবাদীদের পশ্চিমী সাহায্য নিয়ে কোন কথা শুনব না।
কর্পোরেটের পোশাকবিধি নিয়ে কোন কথা বলব না।
নির্বাচিত রাষ্ট্রপ্রধান উৎখাত হলেও কোন কথা বলব না।
আশা করছি এই পথে চলে হবো একদিন মুক্তমনা...


আমার মনে হয়েছে ধর্মীয় ভণ্ডামির পাশাপাশি ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামিরও প্রতিবাদ হওয়া দরকার। তাই গতকালকের পর আজ এই কবিতা।