সবুজ
এক আশার নাম
এক ভরসার নাম
এক আশ্রয়ের নাম
এক করুণার নাম
তার চেয়েও বেশি সত্য করে
বাস্তবের মাটিতে
ক্রমশ হারাতে থাকা
এক রঙ্গের নাম।