তিনি শারীরিকভাবে হয়েছেন মূক;
তবুও মুখর, চিতিয়ে তাঁর বুক।
জীব্নের সব আঁধার হয়ে যায়
এক অনন্ত উল্লাসের সৃস্টিসুখ।
তিনি নেই আজ এই ধরায়
তবুও বারবার মনে করায়
অন্যায় শোষণ অনাচারের বিরুদ্ধে
তাঁর আপসহীন বিরামহীন লড়াই।
খল করে অনুখনে দেখা
বসরাগুলের বহ্নিতে দেখা
গোপন প্রিয়ার চকিত চাহনী
দেখে যায় অপার স্বপ্নের রেখা।
অমর করেছেন ব্যাথার গান
অনায়াসে তিনি গেয়ে যান
হেনা-শ্যামা-কামাল আর
শ্রমিকের গান, সাম্যের গান।