আমি রোহিঙ্গা তাই
কি আর বলব ভাই,
ঘরদোর হয়েছে ছাই।

আমি রোহিঙ্গা তাই
কোন দেশের ঠাঁই,
আমার জন্য নাই।

আমি রোহিঙ্গা তাই
দ্বারে দ্বারে যাই,
কোথাও কিছু নাহি পাই।

আমি রোহিঙ্গা তাই
যত প্রতিশ্রুতি পাই,
মেলেনা তার কোনটাই...