লোকে কোন সম্পত্তির গর্ব করে?
কোন ধনবণ্টনের কথা বলেছিলাম?
ঐ দৌলৎ আর কিই বা দৌলৎ
যা এক রাতের কামনারও সাথী হয়না?
কোন পীরিতে আবেগী হয়েছিলাম রে নিয়তি
রূপের সাথে সেই সুন্দরীর মনটাই দেখলাম না।
কোন ইনকিলাবের কথা বলতাম রে মন
বিপ্লব তো রক্তেই ভেসে গেল।
হে নিয়তি যে শিক্ষা আমারে দিলে,
তা যদি আরো কিছুজনকে দিতে,
তাহলে ধরায় কতই শান্তিই না হত।
কিস দওলৎ পে ফখর করতে হ্যাঁয় লোগো?
কিস দৌলতকো আওয়াম মেঁ বাটনে কে বাত করেথে হাম,
উও দঊলত দৌলৎ হি ক্যায়া
জো না রাহা এক রাত মঊজকা সাথ না দেতে হুয়ে।
কিস জুনুন পে
মজনুন হুয়ে মেরে নসীব
হুস্ন কে সাথ উস হাসিনাপে
নজর হি না হুয়ে;
কিস ইনকিলাব পে জিন্দাবাদ পুকারে নসীব
উও গদর তো ফাসাদ মেঁ বদল গ্যায়ে।
ইয়া নসীব, যো সবক হামে শিখায়া,
কাশ! তু কছ অউরো কো ভি শিখাতা।
তারিখ-এ-আলমি মেঁ
কিতনা আমন হি না হোতা।