হয়তো
সব কষ্ট পাওয়া হয়ে ওঠেনি বলে,
আত্মহননের সাহস জোটেনি বলে,
সব আকাশ কুসুম ফোটেনি বলে,
সব কেচ্ছা অলিগলিতে রটেনি বলে,
সব দুর্ঘটনা এখনো ঘটেনি বলে,
আজও বেঁচে চলেছি...