২৩শে মার্চ, ১৯৩১
তিন যুবক অনুর্ধ পঁচিশ
করলেন বরণ শাহাদাত
ফাঁসিমঞ্চকে করে আপন
মাতৃভূমির মুক্তিপণ
ঘোচাতে তিমির রাত।
মরণ তার কালোহাত দিয়ে
মৃত্যুঞ্জয়ী বীরসন্তানদের
করতে পারেনা বরবাদ।
লাল সালাম শহীদ স্মরণে
নয়াজোশে জাগৃত হতে
ইনকিলাব জিন্দাবাদ।
২৩এ মার্চ ১৯৩১, ভগত সিং-রাজগুরু-শুকদেব কে ব্রিটিশ সরকার সাণ্ডার্স হত্যা মামলায় ফাঁসি দেয়।