I have no forts, no houses no cultivated fields, no gold or silver for you to take. All you get from me is war, nothing else. We have fought your man in battle and killed many of them. Our man fight with god, God fights for us. If you want war we are ready, if you want peace we are contend, but if you want peace leave our country and go back to yours, and if you want war
Stay where you are.
কেল্লা নেই আমার,
নেই খেত খামার।
লুটে নেওয়ার মত নেই
সোনারূপা অলঙ্কার।
লড়াই,
লড়াইটুকুই পাবে আমার কাছ থেকে,
আর কিছু দেওয়ার নাই।
লড়েছি,
তোমাদের ভাড়াটে দস্যুদের বিরুদ্ধে,
হেরেছে আর মরেছে তারাই।
আমাদের জিহাদ, আমাদের লড়াই
সবই তা আল্লাহর তরে,
তাই আমাদের ওপর
আল্লাহর রহমত ঝরে।
যুদ্ধ চাইলে আমরা তৈরি,
শান্তি চাও তবে চেষ্টা করি,
শান্তি চাইলে যাও ছেড়ে আমাদের জমি
যা আমাদেরই।
ফিরে যাও যেখান থেকে এসেছিলে সেখানেই।
যুদ্ধ চাইলে থেকে যেতে পারো এখানেই।
Sayid Mohammed Abdullah Hassan/محمّد عبد اللّه حسن/সাইয়িদ মুহাম্মাদ আব্দুল্লাহ হাসান. ব্রিটিশ-ফরাসী-ইতালিয় সাম্রাজ্যবাদী ও তাদের সঙ্গীদের বিধস্ত করে সোমালিয়ার স্বাধীনতা ছিনিয়ে আনেন তিনি। সাম্রাজ্যবাদীরা ঝাল মেটাতে তাঁর নাম দেয় Mad mullah. তিনি ১৮৯৬ থেকে ১৯২০ পর্যন্ত স্বাধীনতা ধরে রাখতে সক্ষম হন।