উড়িয়ে দেওয়ার ধর্মে আমি বিশ্বাসী নই।
বিশ্বাস নেই গাড়ি থেকে নামিয়ে গুলি করে মারার ধর্মনিরপেক্ষতায়।
নারীকে পিষে ফেলার ধর্মে আমি বিশ্বাসী নই।
বিশ্বাস নেই স্বৈরাচার চাপিয়ে দেওয়ার ধর্মনিরপেক্ষতায়।
ভেদাভেদের ধর্মে আমি বিশ্বাসী নই,
বিশ্বাস নেই অবিচারের দণ্ডদানের ধর্মনিরপেক্ষতায়।
ধর্ম ও ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামির তীব্র প্রতিবাদ করছি।