আমার ভাইয়ের রক্ত দেখে ওঠা আবেগ
আমার বোনকে কাঁদতে দেখে ওঠা রাগ
আমার জমিতে বানানো জিন্দানখানার কান্না
কিনে নিয়েছে
কিছু স্বার্থানেষী
কাজে লাগাতে চায় তারা নিজেদের সুবিধার জন্য
প্রতিশোধ নেওয়ার সুযোগের প্রতিশ্রুতি দিয়ে,
আদর্শের কিছু দোহাই দিয়ে।
যেভাবে বিকিয়ে যায়
কোন যুবতীর সযত্নলালিত যৌবন।
কিম্বা যেভাবে বিকিয়ে গেছে
আমার প্রতিপক্ষের দেশপ্রেম
অভাব, আদর্শ, তাজা রক্তের গরম
কিছু দেশসেবকের ভেক ধরে থাকা
ভণ্ডের সীমাহীন লোভের কাছে।
একে অন্যের প্রতি সীমাহীন হিংসা নিয়ে
ঝাঁপিয়ে পড়ি ধোঁইয়া-রক্ত-ক্ষতের জগতে।
A Jihadi Speaks
All my anger due to my brother's blood,
All my fury due to my sister's tears,
All my agony to my land's shame,
Have been sold out
To some opportunists,
In promises of a chance of revenge,
In promises of a bundle of ideologies,
As nurtured beauty of a lass is blotted by lust.
Like my opponent soldier’s patriotism, need and youth
Are bought by Some frauds pretending as
Noble servant of State.
With boundless violence and malice to each other,
We pounce in world of blood and smoke.