প্রঃ সোনা, তুমি আমায় ছেড়ে যাবেনা তো?
উঃ
(প্রকাশ্যে)
ছিঃ, তাই আবার হয় নাকি
(মনে মনে)
তাহলে তো বেঁচে যাই
তা কি আর হবে সখী?