হাতে নিয়ে গোধুমশীর্ষের নান
দু'মণ তরল আর খাসীর রাণ
তুমি আমি যবে মিলি বিজনে,
পেয়েছে এ সুখ কোন সুলতান?

মূলঃ
গর দস্ত দহদ মগজ-ই গ্নদুমে নানী_
ওয়াজ ম্যয় দোমনীজ গোসফান্দি রানী_
ওয়া আনাগেহ মন ওয়া তো নিশস্তে দর ওয়ারানী
এয়সী বুদ আন না হদ্দ-ই-হর সুলতানী।
ওমর খৈয়াম