শয়তানের মত উদ্যোমী হও
শয়তানের মত অহঙ্কারী হয়ো না।
শয়তানের মত পরিশ্রমী হও
শয়তানের মত বিদ্বেষী হয়ো না।
শয়তানের মত দৃঢ় হও
শয়তানের মত ইর্ষান্বিত হয়োনা।
শয়তানের মত বিচিত্রগামী হও
শয়তানের মত অকৃতজ্ঞ হয়োনা।
কোনো ভুল হলে আল্লাহ মাফ কোরো, কঠোর পরিশ্রমী ইবলিস তোমারই সৃষ্টি। সমগ্র সৃষ্টি থেকেই ভালো কিছু আমাদের শেখা উচিত।