কতই না জাল বুনি তিন অক্ষর দিয়ে,
একেবারে কমে যায় মাঝ খসে গিয়ে।
দুই অক্ষরে দিই ফসল বাড়াতে
স যোগে যায় সে ডানা ওড়াতে
মেঘ বৃষ্টি রোদের আজব সে খেলা
লেজ বাদে সেই সাঙ্গ করে লীলা
সবার কাছেই সমান ভাবে আসে
সদা সমান গতিতেই চলে সে
দিবাবসান হয় মন্দ
মাথা বাদ গেলে
মগজাস্ত্রের প্রয়োগে
ধন্যি সে ছেলে।
১)কলম, মাঝ খসলে কম
২)সার, স যোগে হয় সারস, অবশ্য সসার(ফ্লাইং) ও হতে পারে!
৩)শরৎ , ৎ বাদ দিলে হয় শর, যা লীলা সাঙ্গ করে
৪) প্রদোষ, মানে সন্ধ্যা, প্র বাদ গেলে হয় দোষ। প্রদোষ চন্দ্র মিত্র গোয়েন্দা চরিত্র ফেলুদার ভালো নাম। মগজাস্ত্র প্রয়োগ যাঁর বৈশিষ্ট্য।