আগে বহু ধাঁধা ছড়ায় বলা হত। যা ছিল আমাদের লোক সংসকৃতির নিদর্শন।
যেমন,
ওজ্ঞের ভূ্ঁইয়ে বজ্ঞের বাসা
ডিম পাড়ছে হাসা হাসা
অথবা এটি ছিল বহু জনপ্রিয়
বন থেকে বেরল টিয়ে
সবুজ টোপর মাথায় দিয়ে
সবচেয়ে বেশি চমকের ছিল,
আমরা দুই যমজ ভাই
তফাত মোদের কিছুই নাই
দাদার মাথায় পাগড়ি আছে
আমার মাথায় নায়।
কিন্তু আজকাল এই প্রবণতা হারিয়ে যাচ্ছে। তাই ইচ্ছা রইল ছড়ায় এটি শুরু করার।
উল্লিখিত ধাঁধাগুলির উত্তর
১) রসুন ২) আনারস ৩) ধাঁধা