প্রসংগঃ
অবসাদের স্থির পুকুর ছেড়ে তীর বেগে ছুটতে চায় মন,
বারণ?
আর তার কি প্রয়োজন

প্রগতিঃ
আগুণ লাগা বাড়ি
থেকে ঝাপ দিয়ে
তলায় দিয়েছি পাড়ি।
অবাধ পতনকালে
মজাই তো লাগে ভারী

পরিণতিঃ
'আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়! সেই ভাবি মনে'

পরিশেষেঃ
তবুও কেউ পেয়ে যান
রূপসাগরে অরূপের সন্ধান।
হয়ে নিবেদিত প্রাণ,
স্বপ্নে মানব কল্যাণ।