বাংলা সাহিত্যে বহু শব্দবন্ধ আছে, যা প্রায় অমরত্ব লাভ করে শাশ্বত হয়ে আছে, কারণ তা বহুবার বাস্তব রূপ ধারণ করে আমাদের সামনে বারবার এসে দাঁড়ায়।
যেমন, 'রজকিনী প্রেম নিকষিত হেম', 'ছায়া সুনিবিড় শান্তির নীড়', 'অচেতন চিতে চেতন', 'আমি ক্লান্ত প্রাণ এক' বা 'কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরী'
আজ কবি অজিতেশ নাগের এক কবিতায় সেরকমই কিছুর সাক্ষী হলাম। দ্ব্যর্থহীন কণ্ঠে বলে ওঠা,
'আমায় নিয়ে গেছে, যার যখন যেমন দরকার'
বারবার এই ভাবেই যেতে হয় আমাদের অনেককে, ভুত-ভবিষ্যত না ভেবে
যে যখন যেখানে যেমন যেভাবে ডাকে।