প্রলাপ বকে চলেছি মধুর ব্যস্ততা থেকে বঞ্চিত হয়ে।
মাঝরাতে কিছু চিন্তা তেড়ে আসে
ছেড়ে যায় না।
আবার নতুন করে আবিস্কার করি একাকীত্ব।
যা আমাকে অনুপম করে নি,
করেছে নিঃসঙ্গ।
অনেক কিছু গোপন করে রাখার তাড়নায় হয়েছি মূক।
অনেক কিছু ভুলে থাকার জন্য মন শক্ত করতে গিয়ে হয়েছি মূঢ়।
পাপীরা আজো দর্প করে,
আমি বোবা ব্যথায় গোঙ্গাই নীরবে।
ধ্বংসের শব্দ তৈরি করেছে
এই খান খান জীবনের ঐকতান।
ব্যাথা পেয়ে পেয়ে
ব্যাথার বোধ যাচ্ছে হারিয়ে,
প্রতিবাদী মুখ
মৌন মূক।
ভিড় করা স্মৃতিগুলো দুঃসহ
এক ঝড়ের মত মনে হয়।
তবুও প্রশ্ন করি,
সেই স্বপ্নদর্শী আমি কি এক কণাও সত্যি নয়?