কিছুদিন আগে আমাদের আসরের অতীব গুরুত্বপূর্ণ কবির শারীরিক আরোগ্যকামনায় একটি লেখা আলোচনাসভায় জমা পড়ে। পরে জানা যায় তা ভুলবশত অন্য একজন ব্যক্তির অসুস্থতা জনিত খবরের সঙ্গে বিভ্রান্তিতে হয়েছিল। এখন সেই ভুল বোঝাবুঝি কেটে গেছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে বিরূপ প্রতিক্রিয়ায় দুটি পোস্ট এখনও এই আলোচনাসভায় থেকে গেছে, যার সুত্র নীচে দেওয়া হল।

http://www.bangla-kobita.com/mimi/post20140924100403/
http://www.bangla-kobita.com/kabir/post20140924092658/

এই দুই লেখার রচয়িতা/রচয়িত্রীকে বিনীত অনুরোধ করছি, তাঁরা যেন এই পোস্ট দুটি সরিয়ে নেন, এই পোস্টের উত্স আবেগ বশত ভুল সংবাদ, যার প্রতিক্রিয়া বড়ই বিরূপ হয়ে বিরাজ করছে এই দুটি লেখায়। মূল ব্যপারটি মিটে যাওয়ার পরেও এই দুটি পোস্টের অপরিবর্তিত হয়ে থেকে যাওয়া দৃষ্টিকটু বলে মনে হয়। তাই তাঁদের কাছে আমার এই বিনীত আবেদন। আবেদনগত ত্রুটি নিজগুণে মাফ করে দেবেন।