হে তুচ্ছ আচারের মরুবালুরাশি,
আমার নতশিরেরে দাও আশ্রয়।
পশ্চাতে কিছু বিরূপ সারমেয় আর
উদ্যমহীন আমার জীবন সংশয়।