হতাশঝাঁপি স্টেশনে বারবার
থামে মানসরেলগাড়ি
থেমে যেতে চায় সেখানে।
জ্বালানী পাইনা, তবু চাই
ছুটে যেতে, পথ ধরে
নবভাবনার, সমুখ পানে।
হয়ত এমন করেই, বহু আগে
পরাণমাঝি বারে বারে
দিলনাও নিয়ে, দুখপারাবারে
খুঁজেছিলেন স্বপনজমীন
আশাডাঙ্গায় ফেরার গানে।