সুন্দরী,
খুব গরমের দুপুর পেরনো
গনগনে আঁচে কি এনে দেবে
কিছু ঝিরঝিরে বৃষ্টি?

খিলখিলিয়ে হেসে উঠে,
একবার ফিরে তাকিয়ে,
কিম্বা শুধুই পলকের দেখা দিয়ে।