স্মৃতিগুলো ক্ষয়িষ্ণু
সেই বিকেলের রোদের মতই।
কিম্বা তাঁর পরিনামও নিরর্থক
সে বিকেলের ঝরা ফুলের মতই।
দেখেছি কত স্বপ্নকে হারিয়ে যেতে,
দেখেছি কত জোশ মিলিয়ে যেতে
পৃথিবী বদলাবার স্বপ্ন দেখত কেউ কেউ
দেখেছি তাদেরও বদলে যেতে
আলো হারানো গলিগুলো আঁধারমাখা হয়ে আছে
অপেক্ষা করার অভ্যাস বুকে করে, হারিয়েছে
বারুদের গা থেকে বিপ্লবের গন্ধ।
চুরি হয়ে গেছে জজবা, বহু পথ আজ বন্ধ।
ফাঁকিদেওয়া দুপুরের শপথগুলো
আর কিছু বিকেলের ধুলো
কিছু হাপিত্যেশ করে বলে,
দিন তবে এভাবে বদলালো?
পেতে সেই ঠোঁটের পরশ
এই শরীর এবং মানস
আর উতলা হয়ে ওঠেনা।
এখানেও যেন শিখেছি আপোষ।
তোমায় বলেছিলাম ভালোবাসি, তবুও পারিনি কথা রাখতে
তাই আর কথা নেই,
কথা নেই নীরব মনে,
আবার একলা হয়েছি সেই...
চলে গেছে সেই লুকিয়ে দেখার সুখ,
চলে গেছে ধড়ফড় করা বুক,
নেই আর হারিয়ে যাওয়ার রোমাঞ্চ
নেই আর কুড়িয়ে তোলা ঝিনুক।