জল হারিয়ে পড়ে আছে একলা হয়ে শুকনো
নদীটির নাম কাঁসাই।
সারি সারি ট্রাক আসে ঝাঁকে ঝাঁকে
লালবালি নিয়ে যায়।
শুনেছি ভরা বর্ষায় ক্ষেপে সে ওঠে
স্রোতে দু'কুল ভাসায়।
সমাজের ভাঁজে ভাঁজে জমে থরে থরে
শত সহস্র অবিচার অন্যায়।
নিদারুণ ক্রোধে জীবনের বোধে
ফুঁসে ওঠো
রেগে ওঠো
জেগে ওঠো
মনের লুকিয়ে পড়া কাঁসাই।