ঘৃণা করারও শক্তি হারিয়ে ফেলছি,
হারতে হারতে।
মিশে যাচ্ছি অনন্ত ক্ষয়ের মধ্যে,
পরাজয়ের গ্লানি জন্ম দিচ্ছে ভক্তিজাতীয় কিছুর এই দেহে
যাতে হয়তো আছে ভাঙ্গা মেরুদণ্ড,
যা আদৌ ছিল কিনা সন্দেহ হতে শুরু করেছে।
পথ ভাগ হয়ে গেছে_ দাসত্ব কিম্বা আত্ম হননে।
মৃত্যু আমার এসেছে চেতনে মননে