সভ্যতার এক উত্তুঙ্গ উচ্চতা থেকে
নেমে এল অগ্নিময় জহর,
নিমেষেই রক্তমাখা ছাই হল
এক প্রাণবন্ত শহর।
মানবতার ইতিহাসের সবচেয়ে বড় পাপের ভার,
আজো বয়ে নিয়ে চলে, দুর্ভাগ্য হিরোশিমার।
৬ই অগাস্ট হিরোশিমা দিবসে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা। এবং এই পাপকর্মকে পরিণতি দেওয়া দুস্কৃতিদের তীব্র ধিক্কার।