দুর্জয় সাহস, রাতের আঁধার,
বেদেরেগ রোখ, সদা হুঁশিয়ার।
রাজত্ব চাইনা, একাই নায়ক।
শের তোমায় সালাম বেশুমার।
অরণ্যরক্ষক, জলেও শামিল।
দুর্ধর্ষ ক্ষিপ্রতায় শিকার হাসিল।
মেজাজ শরীফ, হে দিলওয়ার
নিয়ে চলেন আলাদাই দিল।
মহান জীব আজ বিলুপ্তপ্রায়,
লজ্জা আর রাখি কোথায়?
তেজে যে বেনজির- বেমিশাল
হে বীর, আজ সালাম তোমায়!
গতকাল ছিল ব্যাঘ্র দিবস, বিপন্ন এই আলিশান জীবটি শিকারীর গুলিতে মারা গেলেও খাড়া দাঁড়িয়ে থাকে। এই জীবের বাসস্থান ও বৈচিত্র্য রক্ষা করতে সবাইকে সক্রিয় হতে হবে।
বেদেরেগ= নির্মম, রোখ=জেদসম্পন্ন মানসিক অবস্থা, দিলওয়ার=সাহসী, বেনজির-বেমিশাল=তুলনাহীন