দু তিন বছর আগে এক পরে থাকা পুরনো কাগজে একবার লিখেছিলাম, স্বাভাবিক কারণেই সেটা হারিয়ে গেছে। হঠাৎ কাল তার কিছু অংশ মনে পড়ল। বাকিটা না হয় কালের গহ্বরের জন্যই থাক।
"রেলের কামরায়
অনেকদিন পর দেখা,
টানা টানা দুটি চোখ,
সানগ্লাসে ঢাকা।...
চারিদিকে বহুলোক
তবু যেন একা।"
আর মনে পড়ল না, তবু এটুকুই যেন যথেষ্ট মনে হল, কি বলেন?
তবে এরকম কোন ঘটনা আমার বাস্তব জীবনে ঘটেনি, কারো কারো জীবনে ঘটলেও ঘটতে পারে...