কিছু ভালো কাজ
করেছি কিনা
নিজেও জানিনা।
তবুও করি মোনাজাত
"ইয়া লতিফু! উলতুফবিনা!"*
*হে সূক্ষ্মনিপুণতম, মোদের উপর নিপুণতম ভাবে করুণাময় হও। (সামি ইয়ুসুফের একটি না'ত 'আসমা আল্লাহ' থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া। যেখানে মানে দেওয়া আছে, O Gentle! Be Gentle with us.
লতিফঃ আল্লার বিশেষ কিছু গুণ বাচক নামের মধ্যে অন্যতম। সূক্ষ্ম, নম্র, পুঙ্খাণুপুঙ্খ তথ্যধারী অনেক কিছুই বোঝায় এর দ্বারা। পবিত্র কুর'আনের 6:103, 22:63, 31:16, 33:34 আয়াতে এইগুণের বিবরণ পাওয়া যায়।