এখন বিশেষ কারণে বিদ্রোহী কবিতাটি পড়তে গিয়ে একটি ভুল চোখে পড়ল। অভিযোগ জানাতে গিয়েও ইমেইল হল না। সেখানেও আরেকটি ভুল চোখে পড়ল। তাই এখানেই দিতে হচ্ছে।
এখানে প্রকাশিত শেষের আগের স্তবকের শেষ পংক্তিতে "আমি আমি সেইদিন হব শান্ত" র বদলে "আমি সেই দিন হব শান্ত" হবে।

আর অভিযোগ ফর্মের প্রথম লাইনে "অপনার" এর বদলে "আপনার" হবে।