ঠান্ডাঘরে ব'সে,
সুটেড-বুটেড-কোটেড বুড়ো
অনেক হিসেব ক'ষে।
মানুষ কেন মরে,
হানায়,থানায়,বিপদ ঘনায়
খরা, বাদল ঝড়ে।
চ্যানেল-খবরের কাগজ
দিদিমনিরা সব নীতি শেখান
মেনে কর্পোরেটের মগজ
দেশের নাকি উন্নয়ন?
কাঁড়ি কাঁড়ি টাকার, নিশ্চিন্তে
নিরাপদে বিদেশ গমন