মানুষ মিছিলে চলেছে
মুক্তির দাবী নিয়ে
স্বাধীনতার দাবী নিয়ে
অধিকারের দাবী নিয়ে
মানুষ জড়ো হয়েছে
অত্যাচারের পতন চেয়ে
অনাচারের পতন চেয়ে
ভ্রস্টাচারের পতন চেয়ে ওড়াল পতাকা
তারপর আর খুঁজে পাওয়া গেলনা সেই দাবী
মানুষ রইল পতাকা চাপা হয়ে
অথবা হারিয়ে গেল মানচিত্রের অলীক কোণে।