অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কবিতায় দেওয়া শব্দগুলো তথ্যের মাপকাঠিকে বুড়ো আঙ্গুল দেখানোই রজনিকান্তকেও হারিয়ে দেয়। যেমন, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় নেকড়ের কথা বলেছেন, যদিও কস্মিনকালেও সেখানে নেকড়ে ছিলনা।
হয়তো এটা এই কারনেই যে,
‘তাই সত্য, যা রচিবে তুমি।’