বাংলা সাহিত্যের ইতিহাসে অনেক কবিই প্রেমের কবিতা লিখে গেছেন। প্রেমের বিভিন্ন অধ্যায় ও দিক নিয়ে লিখেগেছেন। কখনো পুর্বরাগ নিয়ে, কখনো প্রেমে পড়ার মুহুর্ত নিয়ে, কেউবা প্রেমচলাকালীন অবস্থা নিয়ে মজা করেছেন। আর কেউ প্রেম ভেঙ্গে যাওয়ার দুঃখ নিয়ে হাহুতাশ করেছেন।
বাংলা সাহিত্যের বাইরেও প্রেম নিয়ে কবিতা বিরল নয়। তবে কবিতার ক্ষেত্রটা বড়ই Male Dominated এই জন্য প্রিয়ার ভূবন ভোলানো রূপ নিয়ে লেখা হলেও প্রেমিকের প্রশংসা খুবই বিরল।
তাই আমাদেরকে 'আমাদের তো কিচ্ছুই নেই' গাইতে হয়।
যাক গে প্রেম করুন, ভালো থাকুন, প্রেমের কবিতা লিখে চলুন।