ক্ষুদিরামের ফাঁসি হল,
এই স্মৃতিটা পড়ে রইল,
বীর ভারত বাসীর মনে
মনে রাখবে সর্বজনে।


ক্লাস ফোরে পড়ার সময় বানিয়েছিলাম এই ছড়াটা।