জনপ্রিয় প্রশ্নোত্তরের website quora.com এ বাংলা কবিতার ওপর  blog শুরু করেছি। এটকে বাংলা কবিতার বিস্তীর্ণ বৈচিত্র্য, ঐতিহ্য ও সম্পদের ওপর এক তথ্যসম্পন্ন ক্ষেত্র তৈরি করার ইচ্ছা আছে। আপনাদের দোয়া, সহযোগীতা, মতামত প্রার্থনীয়।
http://banglakabita.quora.com/