ভালোবেসে ছুঁয়ে থাকা,
তবু একেবারেই ভুলে যাওয়া।
scrapbook, community, vote
নিয়েছিল কত চাওয়া পাওয়া।
হয়েছিলে ২০০৭ এ
MTv youth icon
অনেক নস্টালজিক হয়ে পড়ছি
ছেড়ে আমাদের যাচ্ছ যখন।
যদিও ছেড়েছি আগেই তোমায় বন্ধু
তবু ভুলিনি তোমার দান
নব যৌবনের নবতম নেশা ছিলে তুমি
কিছু স্বপ্নময় সময়ের ঘ্রাণ
কত বিতর্ক আর কত ফিরে পাওয়া
দেখতাম আমাদের পাতায়
কাদের কাদের আসা যাওয়া।
কত হৃদয় জুড়েছে তোমার অঙ্গনে
সাক্ষী থেকেছ অনেক ভাঙ্গনে
জানিনা পারব কি না, তবু কথা দিলাম
রাখবো বন্ধু তোমায় মনে।
কাল আমার Gmail account এ অর্কুটের বিদায়ী বার্তা পেয়েছিলাম। প্রচুর কথা মনে ধাক্কা দিয়ে যাচ্ছে, কিছুই তার বলতে পারলাম না...