এই ওয়েবসাইটের জন্ম হয়েছে একজন প্রবাসীর হাত ধরে। এছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে প্রবাসীরা অনবরত নিয়মিতভাবে অবদান রেখে চলেছেন এখানে। নিজের বিদেশ ভ্রমণের অভিজ্নতা খুবই সীমিত। (নিজের দেশই ভালো করে দেখা হয়নি তো অন্যদেশ দুরের কথা।)
তবুও প্রবাসীদের লেখায় ভাসা ভাসা ফুটে ওঠে অনেক কথা, জেনে ভাল লাগে, আপ্লুত হই।
অনেক অনেক ভালো লাগা জানিয়ে যাই প্রবাসীদের জন্য।