সেকাল
=============
জর্জ ওয়াশিংটন
রাখতে আত্মসম্মান,
সারি সারি সৈন্য
জান কুরবান।
বাঁচাতে মানবতা
আনব স্বাধীনতা।

একাল
==============
'স্যার, শুনেছি বৃহস্পতি আর শনির উপগ্রহে অনেক খনিজ আছে!'
'বলো কি! সাথে গণতন্ত্রী রাজারাতো আছেই সাথে, ওদেরকে কিছু স্বাধীনতা ও গণতন্ত্র দিয়ে আসা যাক।'*

*মূল সোশাল নেটওয়ার্কে একটি পোস্ট।