বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'দুই বিঘা জমি' এক অনন্য স্থান দখল করে আছে। শুধু ছন্দবিন্যাস নয়, গল্প বলার পদ্ধতি ও অসামান্য কথাপ্রয়োগে অবিস্মরণীয় হয়ে উঠেছে এই কবিতাটি। এই কবিতার বেশ কিছু উদ্ধৃতি পরীক্ষায় প্রশ্নকর্তাদের বড় প্রিয়।
পাশাপাশি বহু দৃশ্যের অবতারণা বাবুর লোভ, ভিটেমাটি ছাড়া করা, বিভিন্ন তীর্থে ঘোরা, আত্মসান্ত্বনা, ফিরে আসার টান, বঙ্গবন্দনা, স্মৃতিমেদুরতা, মূল্যবোধ ও পুনরায় অত্যাচা ; সব মিলিয়ে অনবদ্য বর্ণনা। আর চেতনার মাত্রায় এক তুঙ্গস্পর্শী উচ্চতায়।
সংযোগঃ http://www.bangla-kobita.com/rabindranath/dui-bigha-jomi/
যারা পড়েছেন এবং পড়েন নি তাঁদের মতামত জানান।