আজকে নিয়ে বেশ কিছু অনুবাদ কর্ম করেছি এই আসরে। সহকবি বিষ পিঁপড়ে আগেই কিছু হাত লাগিয়েছিলেন, এখন খয়রুল আহসান সাহেবও যোগ দিয়েছেন এই কর্মকাণ্ডে। তাঁদের ও পাঠকদের অভিবাদন ও অভিনন্দন। জানিনা কেমন হয়েছে। তবে আজকের কবিতা নামকরণ নিয়ে ধন্দ্বে আছি, কেউ একটি ভালো নাম প্রস্তাব করলে বাধিত হই।

http://www.bangla-kobita.com/abusayeed/post20140704031953/