প্রিয় এডমিন,
আপনি এই আসরের জন্মদাতা। আপনার যোগ্য পরিচালনায় এই আসর সার্থক হয়ে উঠেছে। আস্ফালন নয়, সামঞ্জস্য__এই নীতিতে সাফল্য এনে দিয়ে আপনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন আমাদের নালিশ-অভিযোগের কথা। সীমিত সাধ্যের মধ্যে অনেক চেষ্টা ও পরিশ্রমের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছেন এই ওয়েবসাইটে, যার সুফল আমরা সবাই ভোগ করছি। তবু কিছু অনুরোধ ও আবেদন রইল।
১) এই ওয়েবসাইট কম্পিউটার বা মোবাইলে খুলতে বেশি মেমরী দরকার পড়েনা, এটা একটা বড় সুবিধা। তাই অনুরোধ রইল, কোন পরিবর্তন করার আগে যেন এই ব্যাপারটাও ভেবে দেখা হয়।
২) বাংলা কবিতার ওপর একটা ব্লগ লিখতে চাইছি তাতে এই ওয়েবসাইটের লোগো ব্যবহার করতে চাই। সে জন্য অনুমতি চাইছি।
৩) মূল পাতায় বাংলা কবিতা শিরোনামের নীচে দেওয়া লেখাই দুইবার 'বাঙ্গালী' শব্দটি আছে, তবে 'বাঙালী' বানানটি বেশী প্রচলিত। তাই পরিবর্তনের অনুরোধ করছি।
৪) আর এখানে একাধিক দেশে থাকা কবিরা লিখে থাকেন, তাই পরিচয় অংশে থাকা 'দেশীয়' শব্দটি তুলে দেওয়ার প্রস্তাব করছি।
৫) পরিচয় অংশে 'কবিতার আসরের' নতুন চালু হওয়া 'আলোচনা সভা' ও 'আড্ডা'রও উল্লেখ করতে অনুরোধ করছি।
৬) আড্ডার বিষয় বৈচিত্র্য আনতে নতুন কিছু বিষয় যেমন, 'প্রিয় আবৃত্তিকার', 'প্রিয় প্রকাশনা' যোগ করা যেতে পারে।
৭) এডমিন সমীপে প্রস্তাবনার জন্য একটি বিভাগ চাই।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।