খেলা চালু হলে, চেয়ে থাকি প্রিয়া!
সে কি মোর অপরাধ?
চার বছরে তো একবারই আসে,
এটুকুই তো মোর সাধ।
চেয়ে চেয়ে দেখি,
ওরা করে গোল।
তুমিও তো দেখ
শাঁশ-বহুর গোল।
জানি সুযোগ মোরা পাইনি,
তাতেই বা কেন হব দুখি?
ওরা খেলে যাক নিজের মত করে
দেখেই হব মোরা সুখী।
[অনুসরণঃ কাজী নজরুল ইসলামঃ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়]