ফিলীপ স্পার্ট, বেঞ্জামিন
আনতে শ্রমিকদের সুদিন
ব্রিটিশ কারাগারে বন্দী
ধরেছিলেন স্বদেশবাসীর ফন্দি।
মিট্টী মাসুদ এবং
সৈয়দ আলি আহসান
নাগরিকত্বে পাকিস্তান।
তবুও দেশের উপরে সত্য মানলেন
কোটি বঙ্গবাসীর প্রাণ।
উইকিলিকস প্রতিষ্ঠাতা
ফাঁস করেন সত্য কথা
মহাশক্তি মানতে পারেনা
এই প্রতিবাদ মুখরতা।
বিনায়ক সেন আর অরুন্ধতী।
দন্ডকারণ্যের রাষ্ট্রীয় অত্যাচারের মাঝে
জ্বালিয়ে রাখা বিবেক বাতি।