শ্লীল
===============================
জিতুর লড়াই

আদিনা মসজিদ আজ দুর্গ
তেড়ে আসছে বন্দুক-খড়গ
বিশালকায় জিতুর নেতৃত্বে
ইংরেজ-জমিদারের বিরুদ্ধে
লড়বে তারা...

সিধু-কানু-বীরসারা
লড়ে গেলেন
শহীদ হলেন
আর কিছু লোক নেতা হয়ে
মালা পড়লেন।
আর নিজেদের মুর্তি বানালেন।

কাল ৩০শে জুন সাঁওতাল বিদ্রোহের স্মরণে

অশ্লীল
===============================
যুববাণী

তোমার আমার ঠিকানা
ধোঁয়া বোতল বিছানা।

পুলিশ, লাঠি তুমি যতই ধর
আমার আছে হোল্ড বড়।

জ্বালো জ্বালো, আগুন জ্বালো।
বোতল খোল, মাল্লু ঢাল।

লাঙ্গল যার, জমি তার।
টাকা যার, আমি তার।

যুবসমাজের ভোগসর্ব্স্ব সদস্যদের উদ্দেশ্যে