জালে জড়াল
মেসির শট
আর্জেন্টিনা জিতল
পেনাল্টি নয়
বললেন সামারাস
সততার জয়।
সামলে চাপ
ব্রাজিলে চলছে
বিশ্বকাপ
আটকে গেল
নেইমারের শট
মেক্সিকো ঝাঁপাল
রাস্তায় রাস্তায়
মানুষের ঢল
বিক্ষোভ নাই
কামড়ে দিয়ে
সুয়ারেজ ভাই
গেলেন বেরিয়ে
অন্যায় বিচার
বিদায় বসনিয়া
এসো আবার
যুব বিশ্বকাপ
হবে এদেশে
দেব জবাব।
[হাইকু লিখতে গেছিলাম, পারলাম না। তাই এটা নাইকু।]