ও চা ওয়ালা,
যা ইচ্ছে করে যাও।
কেউ কিচ্ছু করার নেই, কেউ সত্যি বলার নেই।
ছেলেবেলার সেই
লালস্বপ্নের ফেরিয়েওয়ালারা
পড়েছে আজ ঘুমিয়ে,
কেউবা গেছে বিকিয়ে।
এই পাল্টানো সময়ে
তারা ফিরবে কি ফিরবেনা জানা নেই।
ও চা ওয়ালা,
যা ইচ্ছে করে যাও।
কেউ কিচ্ছু করার নেই, কেউ সত্যি বলার নেই।
অবৈধ খনির বিরুদ্ধে
স্বর তোলা অমিত জেঠওয়া
আজ প্রাণ হারিয়ে
আদালতে খুন হয়ে
এই ফাটকাবাজির দেশে
হাত করতে টাকা ঢেলে
কোন বাধা নেই।
কিচ্ছু করার নেই।
ও চা ওয়ালা,
যা ইচ্ছে করে যাও।
কেউ কিচ্ছু করার নেই, কেউ সত্যি বলার নেই।
বিজ্ঞাপনে তৈরি করা
রঙ্গচঙ্গে স্বপ্নের দিন
ক্যামেরা-মাইক নিয়ে
দেয় খবর বানিয়ে।
আজ তাই অবশেষে
অনেকের বুনে রাখা
স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই
কিচ্ছু করার নেই।
ও চা ওয়ালা,
যা ইচ্ছে করে যাও।
কেউ কিচ্ছু করার নেই, কেউ সত্যি বলার নেই।
[[ঋণস্বীকার : কবীর সুমন/সুমন চট্টোপাধ্যায় (ও গানওলা)]]