খুব অভিমান না তোমার?
ভাবছ থেকে কি আর হবে।
চলে যাও তবে,
যেথায় মন চায় যাবে।
খুব গুমর না তোমার?
ভাবছ এখানে কি বা দাম পাবে
চলে যাও তবে,
যেথায় মন চায় তবে।
খুব ভয় না তোমার?
ভাবছ কি জানি বিপদ হবে।
যাও, চলে যাও তবে,
যেথায় মন চায় যাবে।
খুব প্রয়োজন না তোমার?
ভাবছ, এখানে আর কি করে হবে,
ঠিক আছে, চলোই তবে।
যাও, কোথায় যেতে চাও যাবে।
চলে যাও, খুঁজে নাও আপন আপন নীড়
যেথায় গেলে মিটবে জ্বালা,
জুড়োবে শরীর।
তবু আমি থেকে যাবো,
হয়তো কিছুই না পাবো।